ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

৫০ বছরে পা রাখছেন টেন্ডুলকার, আগেই কাটলেন কেক  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ২৩ এপ্রিল ২০২৩

২৪ এপ্রিল ৫০ বছর বয়সে পা রাখবেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকার। তবে তার দু’দিন আগেই, নিজ শহর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ চলাকালীন ৫০তম জন্মদিন পালন করছেন তিনি।

মুম্বাইয়ে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। ঐ ম্যাচের মধ্যেই কেক কেটে জন্মদিন পালন করলেন টেন্ডুলকার। অনুষ্ঠানটির আয়োজন করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এ সময় মুম্বাইয়ের পক্ষ থেকে বলা হয়, স্টেডিয়ামের প্রতিটি আসনে রাখা হয় টেন্ডুলকারের মুখোশ।
টেন্ডুলকার যখন কেক কাটেন তখন তারই মুখোশ পড়ে ‘শচীন, শচীন’ করে ডাকতে থাকেন ক্রিকেট ভক্তরা।

পরে ধারাভাষ্যকার রবি শাস্ত্রীকে দেয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, ‘আমার জীবনের এটাই সবচেয়ে ধীরগতির অর্ধশতরান। আগে কোনও দিন এত দেরি করে ৫০ করিনি।’
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি